বাংলাদেশ শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

‘পিয়া নন, পরমের বউ হওয়ার কথা ছিল মনামীর’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৪, ০৭:৩৪ পিএম

‘পিয়া নন, পরমের বউ হওয়ার কথা ছিল মনামীর’

ভারতের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল জনপ্রিয় অভিনেত্রী মনামী ঘোষের। সম্প্রতি এমন খবর টালিপাড়ার অন্দরমহলে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয় নেটিজেনদের কাছে।

টালিপাড়ায় রাতারাতি ছড়িয়ে পড়া নতুন এ গুঞ্জনে শোনা যাচ্ছে, কণ্ঠশিল্পী অনুপম রায়ের সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তীকে নয়, অভিনেত্রী মনামীর সঙ্গেই সাত পাকে ঘোরার কথা ছিল পরমব্রতের।

 ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, একটা সময় মনামী আর পরমব্রত একসঙ্গে অনেক কাজ করেছেন। ক্যারিয়ারের শুরুর দিকে একাধিক টিভি শোয়ে একসঙ্গে দেখা যেত এ জুটিকে।দর্শকমহলেও এ জুটি ছিল সফল। ভক্তরা ধরেই নিয়েছিলেন খুব শিগগিরই বিয়ে হতে পারে পরমব্রত আর মনামীর। কিন্তু হঠাৎই ভক্তদের অবাক করে দিয়ে একসঙ্গে কাজের পরিমাণ কমিয়ে দেন তারা।

এরপর দীর্ঘ সময়ে আর কাজ করতে দেখা যায়নি তাদের। নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে। গত কয়েক বছর সোশ্যাল মিডিয়ায় একের পর এক নিজের হট ছবি পোস্ট করেছেন মনামী। আর অন্যদিকে পরমব্রত একদিন হঠাৎই পিয়ার সঙ্গে নিজের বিয়ের ঘোষণা দেন ফেসবুকে।বিবাহিত পরমব্রতকে দেখার পর টালিপাড়ায় আরও জোরালোভাবে রূপের বোল্ডনেস ঝড় উঠিয়েছেন মনামী। ক্যারিয়ারে দিয়েছেন আরও সময়। তাই নেটিজেনদের মন্তব্য গোপন প্রেমের ইতি টানার পরই হয়তো একে অন্যের বিপরীতে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন এক সময়ের জনপ্রিয় জুটি পরমব্রত ও মনামী।

 


 

Link copied!

সর্বশেষ :