ভালোবাসা দিবসে নতুন রূপে দর্শকদের সামনে আসছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। পরিচালক অরুণ চৌধুরীর ‘জলে জ্বলে তারা’ সিনেমায় সার্কাসকন্যার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ১৪ ফেব্রুয়ারি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
চরিত্রটি নিয়ে কী বললেন মিথিলা?
এই সিনেমায় ‘তারা’ নামে একটি চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। নদীর পাড়ে তার বসবাস, আর ঘুরে ঘুরে সার্কাস দেখানোই তার পেশা। চরিত্রটি ধারণ করতে চ্যালেঞ্জ ও সাহস—দুটোরই প্রয়োজন ছিল বলে জানিয়েছেন মিথিলা।
তিনি বলেন, ‘এমন চরিত্রে আগে কখনোই অভিনয় করা হয়নি। সার্কাসে আমাকে নাচতে হয়েছে, ছুরি খেলায় অংশ নিতে হয়েছে। বিশেষ করে একটি দৃশ্যে আমার দিকে ছুরি ছোড়া হয়, যা অল্পের জন্য শরীরে লাগেনি। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য নিয়মিত অনুশীলন করতে হয়েছে।’
কালীগঙ্গার পাড়ে শুটিং, থাকছে চ্যালেঞ্জিং দৃশ্য
সিনেমাটির শুটিং হয়েছে কালীগঙ্গা নদীর পাড়ে। মিথিলা জানান, এখানে নৌকার মধ্যেও বেশ কিছু চ্যালেঞ্জিং দৃশ্য রয়েছে। পরিচালক যেমনটি চেয়েছেন, ঠিক তেমনভাবেই চরিত্রটিকে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করেছেন তিনি।
গানে কণ্ঠ দিয়েছেন ইমরান-কনা
‘জলে জ্বলে তারা’ সিনেমার প্রথম গান ‘তোকেই ভালোবাসি’ প্রকাশ পাচ্ছে আজ। গানটি লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল ও অরুণ চৌধুরী। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কনা। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান।
নায়ক হিসেবে আছেন এফ এস নাঈম
সিনেমায় মিথিলার বিপরীতে অভিনয় করছেন এফ এস নাঈম। তিনি হোসেন মাঝি চরিত্রে অভিনয় করেছেন। মিথিলা-নাঈম জুটির রসায়ন কেমন হয়, তা জানতে অপেক্ষায় আছেন দর্শকরা।
১৪ ফেব্রুয়ারি ‘জলে জ্বলে তারা’ সিনেমা হলে মুক্তি পাচ্ছে, যা মিথিলার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র হতে যাচ্ছে বলে মনে করছেন চলচ্চিত্রপ্রেমীরা।
আপনার মতামত লিখুন :