তৃতীয় সিনেমা নিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন জনপ্রিয় নির্মাতা লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। তবে এর চেয়েও বড় চমক, নতুন সিনেমায় জুটি বাঁধতে চলেছেন যীশু সেনগুপ্ত ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়!
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এ ছবিতে দেবও অভিনয় করতে পারেন। এর আগে দেব ও যীশু একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। যদি সত্যিই তারা এক সিনেমায় থাকেন, তাহলে এটি দর্শকদের জন্য দারুণ চমক হবে।
যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভক্তরা যীশু-শ্রাবন্তী জুটিকে একসঙ্গে দেখার খবরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
যীশুর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় নতুন মোড়
গত বছর সেলিব্রিটি ক্রিকেট লিগ (CCL)-এর প্রায় সব ম্যাচেই স্ত্রী নীলাঞ্জনা শর্মা ও পরিবারের সঙ্গে ছিলেন যীশু। তবে বছরের মাঝামাঝি থেকেই শুরু হয় ডিভোর্সের গুঞ্জন।
গুঞ্জন রয়েছে, যীশু তার ব্যক্তিগত সহকারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তাই স্ত্রী ও দুই মেয়ে সারা-জারার কাছ থেকে আলাদা হয়েছেন। বিগত কয়েক মাস ধরে পরিবারের সঙ্গে প্রকাশ্যে দেখা যাচ্ছে না অভিনেতাকে। এ নিয়ে যীশু বা নীলাঞ্জনা কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
দেব-যীশুর একসঙ্গে ফেরার অপেক্ষায় দর্শক
দেব ও যীশু একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। যদি তারা আবারও পর্দায় এক হন, তাহলে এটি টলিউডের অন্যতম আলোচিত প্রোজেক্ট হতে পারে। তবে এখনো অফিসিয়াল ঘোষণা না আসায়, সিনেমাপ্রেমীদের অপেক্ষা করতে হচ্ছে আরও কিছুদিন।
আপনার মতামত লিখুন :