বাংলাদেশ শনিবার, ০২ নভেম্বর, ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১

সুখবর দিলেন কোয়েল মল্লিক, পরিবারে আসছে নতুন সদস্য

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪, ০৮:০৮ পিএম

সুখবর দিলেন কোয়েল মল্লিক, পরিবারে আসছে নতুন সদস্য

পরিবারের সঙ্গে অভিনেত্রী কোয়েল মল্লিক। ছবি: সংগৃহীত

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক তার ভক্তদের দিলেন নতুন সুখবর। দ্বিতীয়বার মা হতে চলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে কোয়েল জানান, ‍‍`পরিবার বড় হচ্ছে, তাদের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য‍‍`। ২০২০ সালে কোভিডের মধ্যে জন্ম হয় কোয়েলের প্রথম সন্তান কবীরের। দেখতে দেখতে ছোট্ট কবির এবার বড় ভাইয়ের দায়িত্ব পেতে চলেছে।

ছবিতে দেখা যায় কোয়েল, তার স্বামী নিসপাল সিং এবং তাদের ছেলে কবীরকে। কোয়েলের এই পোস্টে টলিউডের অনেক তারকা শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা জিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, নুসরত জাহান, মিমি চক্রবর্তী এবং মৌনি রায় সহ অনেকেই তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

দীর্ঘদিন প্রেমের পর ২০১৩ সালে ১লা ফেব্রুয়ারী কোয়েল ও নিসপালের বিয়ে হয়েছিল। তাদের প্রথম সন্তান কবীরের জন্ম হয় ২০২০ সালের ৫ই মে। বর্তমানে কোয়েল তার সন্তান এবং পরিবার নিয়ে বেশ আনন্দময় সময় কাটাচ্ছেন। এবার সেই আনন্দ আরও দ্বিগুণ হচ্ছে নতুন অতিথির আগমনে। যদিও নতুন সন্তানের ডেলিভারি ডেট এখনো জানা যায়নি, ধারণা করা হচ্ছে ২০২৫ সালের শুরুর দিকে কোয়েল-নিসপাল পরিবারে নতুন সদস্যের আগমন ঘটবে।

কাজের দিক থেকেও কোয়েল ব্যস্ত সময় কাটাচ্ছেন। সম্প্রতি তিনি ‘মিতিন মাসি’ ছবির শুটিং শেষ করেছেন, যেখানে শুটিংয়ের সময় তার হাত ভেঙে যায়। তবুও তিনি দৃঢ় মনোবল নিয়ে কাজ শেষ করেছেন। এছাড়াও তিনি দীর্ঘদিন পর তার বাবা রঞ্জিত মল্লিকের সঙ্গে স্ক্রিন শেয়ার করে ‘স্বার্থপর’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন। যেখানে রঞ্জিত মল্লিক উকিলের ভূমিকায় থাকছেন।

 

Link copied!

সর্বশেষ :