বাংলাদেশ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

‘পুষ্পা টু’ ট্রেলার রিলিজে ভক্তদের উপচে পড়া ভীড়, নাস্তানাবুদ ১২০০ নিরাপত্তাকর্মী

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২৪, ০৮:১৮ পিএম

‘পুষ্পা টু’ ট্রেলার রিলিজে ভক্তদের উপচে পড়া ভীড়, নাস্তানাবুদ ১২০০ নিরাপত্তাকর্মী

পুষ্পা টু : দ্যা রুল ট্রেলার রিলিজে ভক্তদের উপচে পড়া ভীড়। ছবি: সংগৃহীত

ভারতের বিহারের রাজধানী পাটনায় ১৭ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হলো দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’-এর ট্রেইলার লঞ্চ। এই অনুষ্ঠান ঘিরে ঘটেছে এক নজিরবিহীন ঘটনা। প্রিয় অভিনেতা আল্লু অর্জুন এবং অভিনেত্রী রাশমিকা মন্দানাকে কাছ থেকে দেখার জন্য লাখ লাখ ভক্তের ঢল নেমেছিল সেখানে। 

গান্ধী ময়দানে আয়োজিত এই অনুষ্ঠানে ভিড় সামলাতে নিরাপত্তা কর্মী এবং পুলিশের রীতিমতো হিমশিম খেতে হয়েছে। দর্শকদের সুরক্ষার জন্য নিয়োজিত ছিল প্রায় ১২০০ নিরাপত্তাকর্মী, যার মধ্যে ৯০০ পুলিশ এবং ৩০০ নিরাপত্তা রক্ষী ছিলেন।

‘পুষ্পা’ সিনেমাটি বিহারে ব্যাপক জনপ্রিয় হওয়ায় সিক্যুয়েলটির ট্রেইলার সেখানেই প্রকাশ করার সিদ্ধান্ত নেয় নির্মাতারা। এ খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ভক্তরা নির্ধারিত সময়ের আগেই গান্ধী ময়দানে ভিড় করতে শুরু করেন। ভিড়ের চাপে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জের ঘটনাও ঘটেছে। তবে অনুষ্ঠান শেষে সকলে নিরাপদে বাড়ি ফিরেছেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে ভক্তদের উদ্দেশ্যে আল্লু অর্জুন বলেন, “নমস্কার। বিহারের পবিত্র মাটিকে আমার শত-শত প্রণাম। প্রথমবার বিহারে এসে আপনাদের কাছ থেকে এত ভালোবাসা পেয়ে আমি অভিভূত। পুষ্পা কখনো মাথা নত করে না। তবে আজ প্রথমবার আপনাদের ভালোবাসার সামনে মাথা নত করল।” নিজের হিন্দি ভাষার দুর্বলতা স্বীকার করে তিনি বলেন, “আমার হিন্দি কিছুটা দুর্বল। ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন।”

ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আল্লু অর্জুন আরও বলেন, “আপনাদের ভালোবাসাই পুষ্পাকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে। পুষ্পাকে ফুল ভেবেছেন? এবার জানবেন, আমি বন্য আগুন।” পাশাপাশি তিনি আয়োজক, পুলিশ এবং ভক্তদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সুকুমার পরিচালিত এই সিনেমায় আল্লু অর্জুন অভিনয় করেছেন একজন সাধারণ মানুষ থেকে অপরাধ জগতের বড় গুন্ডা হয়ে ওঠার চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছেন রাশমিকা মন্দানা। সিনেমার বিশেষ চমক হিসেবে দেখা যাবে সঞ্জয় দত্তকে। ‘পুষ্পা টু’-এর টিজার মুক্তি পাওয়ার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে বিপুল উত্তেজনা তৈরি হয়েছে। টিজারে আল্লুর শাড়ি পরা লুক, মুখে রঙ এবং শরীর ভর্তি গয়নার রহস্য দর্শকদের আরও বেশি আকৃষ্ট করেছে।

‘পুষ্পা টু: দ্য রুল’-এর ট্রেইলার নিয়ে উত্তেজনার পাশাপাশি নতুন একটি চরিত্রের উপস্থিতি নিয়েও বেশ আলোচনা হচ্ছে। সিনেমায় আল্লু অর্জুনের ভাই মোল্লেটি ধর্মরাজ চরিত্রে অভিনয় করেছেন তরুণ অভিনেতা তারক পোন্নাপ্পা। ট্রেইলারে তার অদ্ভুত লুক ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে। তার অর্ধেক মাথা কামানো আর বাকি অর্ধেক মাথায় চুল, গলায় জুতো দিয়ে তৈরি মালা এবং ভয়ঙ্কর মেকআপ তাকে এক ভিন্ন মাত্রা দিয়েছে।

তারক পোন্নাপ্পা এর আগেও ‘দেবারা’ সিনেমায় নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। এবার ‘পুষ্পা টু’-তে তার চমকপ্রদ উপস্থিতি সিনেমার প্রতি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই লুক ব্যাপক ভাইরাল হয়েছে। চরিত্রটা একদিকে যেমন ভয়ংকর লাগছে অন্যদিকে কৌতুকপূর্নও মনে হচ্ছে । সিনেমার ট্রেইলার দেখার পর ভক্তদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। আগামী ৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে ‘পুষ্পা টু: দ্য রুল’।

 

Link copied!

সর্বশেষ :