বাংলাদেশ শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

আবু ধাবিতে আইফা এওয়ার্ড ২০২৪, অভিনয়ে সেরা শাহরুখ, রানি এবং সেরা ছবি অ্যানিম্যাল

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০৫:০৪ পিএম

আবু ধাবিতে আইফা এওয়ার্ড ২০২৪, অভিনয়ে সেরা শাহরুখ, রানি এবং সেরা ছবি অ্যানিম্যাল

আবু ধাবিতে আয়োজিত আইফা (iifa) এওয়ার্ড ২০২৪

জমকালো আয়োজনের মধ্য দিয়ে আবু ধাবিতে অনুষ্ঠিত হয়ে গেল ভারতীয় সিনেমার সেরা এওয়ার্ড শো আইফা ( iifa) এওয়ার্ড। সেরা ছবির পুরষ্কার জিতো নিলো রনবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। জন্মদিনে রনবীরের জন্য হয়তো এটাই সেরা উপহার। তবে জন্মদিনটা মুম্বইতেই স্ত্রী-কন্যাকে নিয়ে কাটিয়েছেন রণবীর। আবু ধাবিতে আইফার আলো ঝলমলে অনুষ্ঠানে পাওয়া যায়নি তাঁকে। 

এদিকে আসরের মধ্যমণি হয়ে থাকলেন শাহরুখ খান। ভিকি কৌশলের সঙ্গে অনুষ্ঠান সঞ্চালনা করেন কিং খান। পাশাপাশি জওয়ান ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কারও গিয়েছে তাঁর ঝুলিতে। এই ক্যাটেগরি-তে রণবীর সিং, রণবীর কাপুর, বিক্রান্ত মেসিদের পিছনে ফেলেছেন বলিউডের ৫৮ বছরের তরুণ এসআরকে।

সেরা অভিনেত্রীর পুরস্কার ছিনিয়ে নিয়েছেন রানি মুখার্জি। মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য এই সম্মান পেয়েছেন রানি। সেরা পরিচালকের পুরষ্কারটা পেয়েছেন ‍‍`টুয়েলভথ ফেল’ সিনেমার বর্ষীয়ান পরিচালক বিধু বিনোদ চোপড়ার। 

একনজরে বিজয়ীদের তালিকা:

সেরা ছবি: অ্যানিম্যাল (প্রযোজক- ভূষণ কুমার, কৃষাণ কুমার, প্রণয় রেড্ডি বঙ্গ )

সেরা পরিচালক: বিধু বিনোদ চোপড়া (টুয়েলভথ ফেল)

সেরা অভিনেত্রী: রানি মুখার্জি - মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে

সেরা অভিনেতা: শাহরুখ খান - জওয়ান

সেরা সহ-অভিনেত্রী: শাবানা আজমি (রকি অউর রানি কি প্রেম কাহানি)

সেরা সহ-অভিনেতা: অনিল কাপুর - (অ্যানিম্যাল)

সেরা অভিনেতা: (নেগেটিভ রোল): ববি দেওল (অ্যানিম্যাল)

সেরা নবাগতা: অ্যালিজে অগ্নিহোত্রী (ফ্যারে)

নবাগত পরিচালক: করণ বোলানি

সেরা সংগীত পরিচালক: প্রীতম, বিশাল মিশ্র, মনন ভরদ্বাজ, শ্রেয়াস পুরাণিক, জানি, ভূপিন্দর বাব্বল, অসীম কেমসন, হর্ষবর্ধন রামেশ্বর - (অ্য়ানিম্যাল)

নেপথ্য গায়ক (পুরুষ): ভূপিন্দর বাব্বল (অর্জন ভ্যালি) - অ্যানিম্যাল

নেপথ্য গায়িকা (মহিলা): শিল্পা রাও (চলেয়া) - জওয়ান

ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২৫ বছর পূর্ণ করার জন্য বিশেষভাবে সম্মান জানানো হয় পরিচালক করণ জোহরকে। এছাড়াও ড্রিম গার্ল হেমা মালিনীকে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য বিশেষভাবে সম্মানিত করা হয়।

এদিন মনি রত্নম, এ আর রহমানের হাত থেকে সেরা অভিনেতার পুরষ্কার গ্রহণ করেন শাহরুখ খান। আবেগাপ্লুত হয়ে ‍‍`দিল সে‍‍` খ্যাত পরিচালকের পা ছুঁয়ে প্রণাম করেন বাদশা। 

অনুষ্ঠানের স্পেশাল হাইলাইট হয়ে ছিলো রেখার ২২ মিনিটের নাচ, এছাড়াও মঞ্চে পারফর্ম করেন অনন্যা পাণ্ডে, কৃতি শ্যানন, শাহিদ কাপুররা। 


 

 

Link copied!

সর্বশেষ :