‘স্বামী না থাকাই ভালো’ সম্প্রতি পপ তারকা শাকিরা প্রেম-ভালোবাসা ও বিয়ে প্রসঙ্গে এমনই অনুভূতি জানিয়েছেন ভক্তদের।বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বিলবোর্ডের একটি সাক্ষাৎকারে শাকিরা বলেন, ভালোবাসা পাওয়ার জন্য শুধু সেক্রিফাইস জীবনই কাটাতে হয়েছে। এরপরই প্রশ্ন তুলে বলেন, এটা কি তাহলে সত্যি ভালোবাসা?
এমন ভালোবাসা শুধু আমাকে টেনে নিচে নামিয়েছে। আমার অভিজ্ঞতা থেকে বলবো, এমন স্বামী বা প্রেমিক না থাকাই ভালো।
বিচ্ছেদ প্রসঙ্গে পপ তারকা শাকিরা বলেন, স্পেনের ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে ২০১১ সালে সম্পর্কে জড়াই। দীর্ঘ ১১ বছরে দুই ছেলের বাবা-মাও হই আমরা। এরপর ২০২২ সালের জুনে এ সম্পর্ক থেকে বেরিয়ে আসি।
এসময় আবেগতাড়িত হয়ে শাকিরা বলেন, সংসার আর পরিবার ছিল আমার প্রথম গুরুত্বের দিক। আমি বিশ্বাস করতাম, মৃত্যু ছাড়া আমরা কখনও আলাদা হব না। কিন্তু আমার বাবার একটা সড়ক দুর্ঘটনা আমার চোখ খুলে দিয়েছে। ওই সময় আমার পাশে সব থেকে বেশি দরকার ছিল পিকের। পাশে পাইনি। ভালোই হয়েছে। এমন ভুল মানুষ থেকে সরে এসেছি।
ভক্তদের উপদেশ দিয়ে শাকিরা বলেন, বিচ্ছেদের পর দারুণভাবে কাজে সময় দিতে পারছি। নিজের ক্যারিয়ারে পুরো সময় দিতে পারছি। তাই ভুল স্বামী বা প্রেমিকের পেছনে নিজের সব সময় বিলিয়ে দেয়াকে এখন আমার বোকামি মনে হয়। সেটা আপনারা কখনই করবেন না।
আপনার মতামত লিখুন :