বাংলাদেশ শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

বাড়িতে কীভাবে থাকতেন সুচিত্রা সেন? রইল আরও অজানা কাহিনী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪, ১২:১৮ পিএম

বাড়িতে কীভাবে থাকতেন সুচিত্রা সেন? রইল আরও অজানা কাহিনী

অসংখ্য ভক্তের হৃদয়ের রানী হয়ে আছেন মায়াবী হাসির নায়িকা সুচিত্রা সেন। তবে শুধু নায়িকা বললে ভুল হবে তিনি কালজয়ী মহানায়িকা হয়ে বেঁচে থাকবেন যুগ থেকে যুগান্তরে। এটি তার জন্মমাস। তিনি পৃথিবীতে এসেছিলেন ১৯৩১ সালের ৬ এপ্রিল। তার জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা আছে যা আজও অনেকের অজানা।

সুচিত্রা সেনের কিছু বিষয় নিয়ে আজকের আয়োজন-

১. আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কারপ্রাপ্ত প্রথম বাঙালি অভিনেত্রী ছিলেন সুচিত্রা সেন। ১৯৬৩ সালে মস্কো চলচ্চিত্র উৎসবে ‘সাত পাকে বাঁধা’ ছবির জন্য এই স্বীকৃতি পান তিনি।

২. ভারত সরকার ১৯৭২ সালে তাকে পদ্মশ্রী সম্মাননা দেয়।

 ৩. সুচিত্রার বাংলা সিনেমায় অভিষেক নাটকীয় হলেও হিন্দি সিনেমার অভিষেক ছিল সাফল্যে ঘেরা। তার বলিউডে প্রথম ছবি ‘দেবদাস’। প্রথম ছবিতেই তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পান।

 ৪. সুচিত্রা সেনের সঙ্গে পরিচিতজনেরা বাড়িতে দেখা করতে আসতেন। বাড়িতে তিনি সাজগোজ করতেন না।

 ৫. চলচ্চিত্র থেকে সরে দাঁড়ানোর পর স্বেচ্ছায় অন্তরালে চলে যান সুচিত্রা সেন। এর পর থেকে বেশির ভাগ সময় রামকৃষ্ণ মিশনে কেটেছে তার।

 ৬. সত্যজিৎ রায় ‘চৌধুরানী’ চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন নায়িকাকে। ব্যস্ততার জন্য সময় দিতে না পারায় কাজ করতে অপারগতা প্রকাশ করেন সুচিত্রা সেন। পরে চলচ্চিত্রটি নির্মাণই করেননি সত্যজিৎ।


 

Link copied!

সর্বশেষ :