দীর্ঘ দেড় দশকের ক্যারিয়ারে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ববি হক উপহার দিয়েছেন ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অ্যাকশন জেসমিন’, ‘বিজলী’র মতো দর্শকপ্রিয় সিনেমা। এবার নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক অনুষ্ঠানে নতুন কাজের বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন ববি। তিনি জানান, বর্তমানে ‘বেইমান’ সিনেমার শুটিং করছেন। এরপর ‘বউ’ ও ‘তছনছ’ সিনেমার কাজ শুরু করবেন।
নায়িকার কথায়, ‘দেশের বাইরে আরও একটি সিনেমার বিষয়ে কথা চলছে। বলা চলে, আমি কাজের মধ্যেই আছি এবং অভিনয় নিয়েই থাকতে চাই।’
জীবনের খারাপ অভিজ্ঞতা নিয়ে যা বললেন ববি
বিভিন্ন চ্যালেঞ্জ পেরিয়ে দীর্ঘদিন ধরে সিনেমায় কাজ করছেন ববি হক। তবে নেতিবাচক অভিজ্ঞতাকে তেমন গুরুত্ব দিতে চান না তিনি।
ববি বলেন, ‘খারাপ অভিজ্ঞতা আমি বেশি মনে রাখি না। ভালো অভিজ্ঞতাগুলো সবার সঙ্গে শেয়ার করি। তবে মাঝেমধ্যে ঘরেও বাবা-মা, ভাই-বোনদের সঙ্গে খুনসুটি হয়, আবার মনোমালিন্যও হয়, যা দুঃখজনক। এমন হওয়া উচিত নয়।’
অভিনয়ে দীর্ঘ ক্যারিয়ার গড়ে তোলা এই নায়িকা নতুন সিনেমাগুলো নিয়ে দারুণ আশাবাদী। দর্শকরাও অপেক্ষায় আছেন তার আসন্ন চলচ্চিত্রগুলোর জন্য।
আপনার মতামত লিখুন :