বাংলাদেশ শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

শাকিবের সিনেমার থেকে বুবলীর ‍‍দেয়ালের দেশ‍‍ বেশি শো পেয়েছে

বিনোদন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৪, ০৯:৪৭ এএম

শাকিবের সিনেমার থেকে বুবলীর ‍‍দেয়ালের দেশ‍‍ বেশি শো পেয়েছে

স্টার সিনেপ্লেক্সে দেয়ালের দেশ‍‍

এই ছুটিতে দর্শকরা কয়েক ডজন বাংলা ছবি দেখবেন। কোনটা রাখতে হবে আর কোনটা ট্র্যাক করতে হবে এটা একটা প্ল্যানিং ডিলেমার মত। ঈদের পরিকল্পনা ভালোভাবে করতে সিনেমার সময়সূচি প্রকাশ করেছে স্টার সিনেপ্লেক্স।

স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় আটটি নতুন হলিডে ফিল্ম প্রদর্শিত হবে। আটটি ছবির মধ্যে মিশুকা মনির ডায়ালের দেশ সবচেয়ে বেশি হিট হয়েছে। প্রতিদিন, এই চলচ্চিত্রটির 17টি প্রদর্শনী সমস্ত কিনোপ্লেক্স শাখায় প্রদর্শিত হবে।

দেয়ালের দেশ‍‍  ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। ছবির ট্রেলারে রাজ এবং বুবলীকে দেখা যাচ্ছে, দুই নিম্ন শ্রেণীর মানুষ যারা একে অপরের প্রেমে পড়ে। হঠাৎ করেই আত্মহত্যার সিদ্ধান্ত নেন বুবলী। এর পর শরীর নিয়ে থাকতে শুরু করেন রাজ। ট্রেলার এবং গান প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় টক অফ দ্য টাউন হয়ে উঠেছে ‍‍`দেয়াল দেশ‍‍`। দেওয়াল দেশের পর হিমেল আশরাফের রাজকুমার এবং গিয়াস উদ্দিন সেলিমের কাজলরেখা সর্বোচ্চ ১৩ বার প্রদর্শিত হয়। এ ছাড়া ‘ওমর’ শো ছিল ১১টি, ‘মোনা: জ্বীন ২’ শো ছিল সাতটি, ‘মেঘনা কন্যা’ দুটি, ‘গ্রিন কার্ড’ দুটি এবং ‘আহারে জীবন’ তিনটি।

ঈদে ছবি মুক্তি প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের সিনিয়র মার্কেটিং ডিরেক্টর মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ঈদে এত ছবি মুক্তি দেওয়া উচিত নয়। সারা বছর যখন চলচ্চিত্রগুলো নিয়মিত মুক্তি পায়, তখন দর্শকদের আগ্রহের মধ্যে ভালো ভারসাম্য থাকে। এবং সিনেমার জগত।

 


 

 


 

Link copied!

সর্বশেষ :