ধীরে ধীরে বিটাউন তারকারা তেলেগু ছবির জগতে পা রাখছেন। এবার এই তালিকায় যুক্ত হলো বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের নাম। শোনা যাচ্ছে, এই বিটাউন তারকা তেলেগু ছবির জগতে পা রাখতে চলেছেন।
অক্ষয় কুমার এখন ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবির প্রচারণায়। ঈদ উপলক্ষে তাঁর ছবিটি মুক্তি পেতে চলেছে। আলী আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে অক্ষয় ছাড়া আছেন টাইগার শ্রফ, মানুষী ছিল্লার, আলেয়া এফ, পৃথ্বীরাজ সুকুমারন, সোনাক্ষী সিনহা, রণিত রায়। এরই মধ্যে অক্ষয় এবার তেলেগু সিনেমার খবর এল।
চলচ্চিত্র ব্যবসায়িক বিশ্লেষক রমেশ বালা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, অক্ষয় কুমার ‘কন্নপ্পা’ ছবির মাধ্যমে তেলেগু ছবির খাতায় নিজের নাম লেখাতে চলেছেন। আর এই ছবিতে তাঁর সঙ্গে দুই দক্ষিণি তারকাকে দেখা যাবে।
‘কন্নপ্পা’ ছবিতে অক্ষয়ের সঙ্গে আসতে চলেছেন প্রভাস ও মোহনলালের মতো দুই তারকা। বিষ্ণু মাঞ্চুর এই ছবির বাজেট বেশ বড়সড় হতে চলেছে। নির্মাতারা চান অক্ষয়, প্রভাস আর মোহনলালকে নিয়ে বড় মাপের ছবি বানাতে। তবে ‘কন্নপ্পা’ ছবির নায়িকা বা অন্য কোনো অভিনেতার বিষয়ে এখনো কিছু খোলাসা হয়নি।
‘বড়ে মিয়া ছোটে মিয়া’র পর অক্ষয় কুমারের একাধিক ছবি মুক্তির অপেক্ষায় আছে। তাঁর অভিনীত ‘স্কাই ফোর্স’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘সরফিরা’, ‘হাউসফুল ৫’-এর মতো ছবিগুলো একে একে মুক্তি পাবে।
আপনার মতামত লিখুন :