বাংলাদেশ শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

প্রশংসায় ভাসছে অজয়ের ‘শয়তান’, প্রথম দিনে কত আয়?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৪, ০১:৩২ পিএম

প্রশংসায় ভাসছে অজয়ের ‘শয়তান’, প্রথম দিনে কত আয়?

‘শয়তান’ -পোস্টার। ছবি: সংগৃহীত

শুক্রবার (৮ মার্চ) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিকাশ বাহেল পরিচালিত ‘শয়তান’। প্রথম দিনেই বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে এই সিনেমা।‘শাচনিল্ক’-এর রিপোর্ট অনুসারে অজয় দেবগণ, জ্যোতিকা এবং আর মাধবনের সুপারন্যাচারাল থ্রিলার ১২.৬২ কোটি আয় করেছে। দর্শক-সমালোচকের প্রশংসায় ভাসছে এই ছবি।এক ভক্ত ‘এক্স’-এ লিখেছেন, ‘শয়তান অসাধারণ। হরর প্রেমীদের জন্য ট্রিট এটি।’ আরেকজন লিখেছেন, ‘পুরো সিনেমাই জমজমাট।’ অজয় ও মাধবনের পারফর্মেন্সের প্রশংসা করেছেন ভক্তরা।

কালো জাদু, বশীকরণের মতো বিতর্কিত বিষয়ের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। এই ছবিতে ‘শয়তান’-এর ভূমিকায় দেখা মিলল আর মাধবনের।ফোনের ব্যাটারি চার্জ দেওয়ার নাম করে কবির (অজয়) ও তার স্ত্রী (জ্যোতিকা)-র সংসারে হঠাৎ করে ঢুকে পড়ে মাধবন। এরপর সময় পেরোলেও ড্রয়িং রুম থেকে ওঠার নাম নেই আগন্তুকের। হঠাৎ আচরণ বদলে যেতে থাকে এই দম্পতির মেয়ে জাহ্নবীর (জানকি বোধিওয়ালা)।গুজরাটি সিনেমা ‘বশ’-এর হিন্দি রিমেক ‘শয়তান’। ছবিটি পরিবেশন করেছে জিও স্টুডিওজ, অজয় দেবগন ফিল্মস এবং প্যানোরামা স্টুডিওজ ইন্টারন্যাশনাল, এবং প্রযোজনা করেছেন অজয়, জ্যোতি দেশপাণ্ডে, কুমার মঙ্গত পাঠক এবং অভিষেক পাঠক।

Link copied!

সর্বশেষ :