বাংলাদেশ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

ভিয়েতনামে সপ্তম হ্যানয় পুরস্কার জিতল আফসানা মিমির সিনেমা প্রজেক্ট

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ০৫:৫৩ পিএম

ভিয়েতনামে সপ্তম হ্যানয় পুরস্কার জিতল আফসানা মিমির সিনেমা প্রজেক্ট

ভিয়েতনামে আফসানা মিমির সিনেমা প্রজেক্ট জিতলো সেরার পুরস্কার। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সুহাসিনী অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি তার সিনেমা প্রজেক্ট ‘রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস’ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে আরও একবার সাফল্যের ছাপ রেখেছেন। সম্প্রতি ভিয়েতনামের হ্যানয়ের হো গুওম থিয়েটারে অনুষ্ঠিত সপ্তম হ্যানয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (Haniff) প্রজেক্ট মার্কেটে এই প্রজেক্টটি সেরা পুরস্কার জিতে নিয়েছে।

পুরষ্কার গ্রহণ 

পাঁচ দিনব্যাপী এই উৎসবের সমাপনী দিনে আয়োজকরা মিমির হাতে পুরস্কার তুলে দেন। এই উৎসবে প্রজেক্ট মার্কেটে মোট আটটি চলচ্চিত্র প্রকল্প জমা পড়েছিল, যার মধ্যে ‘রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস’ সেরা হিসেবে বিবেচিত হয়। এই প্রকল্পের বাংলা নাম ‘লাল বাতির নীল পরীরা’, যার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন আফসানা মিমি ও প্রযোজক তানভীর হোসেন।

এর আগে এই প্রজেক্টটি ২০২৪ সালের শুরুতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’–এ প্রথম পুরস্কার জিতেছিল। তানভীর হোসেন জানিয়েছেন, ২০২৩ সালে বুসান ফিল্ম স্কুলে পড়াকালে তিনি এই চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেন।

২০২৬ সালের প্রথম দিকে চলচ্চিত্রটির শুটিং শুরু হবে বলে জানানো হয়েছে। বর্তমানে মিমি ও তানভীর এর গল্প এবং অন্যান্য প্রস্তুতির ওপর মনোযোগ দিচ্ছেন।

অভিনয়ের পাশাপাশি বর্তমানে নির্মাণেও সক্রিয় আফসানা মিমি। তার সর্বশেষ নির্মিত ওয়েব ফিল্ম ‘অব দ্য মার্ক’ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। দীর্ঘদিন পর নিয়মিত নির্মাণে ফিরে আসা মিমি একের পর এক সাফল্যের মাধ্যমে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন। ‘রেড লাইটস ব্লু অ্যাঞ্জেলস’ মিমির নির্মাণ প্রতিভার আরও একটি মাইলফলক হয়ে উঠবে বলে চলচ্চিত্রপ্রেমীরা আশাবাদী।

 

Link copied!

সর্বশেষ :