বিয়ে করলেন হিরামান্ডি খ্যাত ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী অদিতি রাও হায়দরি। দীর্ঘদিনের প্রেমিক দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ কে কিছুটা রাখঢাক আর গোপনীয়তার মধ্যেই বিয়ে করলেন এই অভিনেত্রী। এর আগে গত মার্চে তেলঙ্গানার রঙ্গনায়ক স্বামী মন্দিরে আংটিবদল করেছিলেন তারকাজুটি অদিতি ও সিদ্ধার্থ।
অনেক দিন ধরেই মিডিয়া পাড়ায় তাদের সম্পর্কের গুঞ্জন চলছিলো। দুজনকে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে এক সাথে দেখা যেত। তবে মুখ খোলেননি কেউই। কিছুটা ওপেন সিক্রেট এর মতই। এবার গুঞ্জন সত্যি করে গত ১৬ই সেপ্টেম্বর নবদম্পতি ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে অনুরাগীদের চমকে দেন।
ছবি থেকে স্পষ্ট, সম্পূর্ন দক্ষিণী রীতি মেনেই হয়েছে বিয়ের আয়োজন। সেদিন দক্ষিণী রীতি মতো সাদা পাঞ্জাবি এবং সোনালি পাড়ের ধুতি পরেছেন সিদ্ধার্থ। অন্য দিকে অদিতির পরেন তসর রঙ্গের শাড়ি, সাথে ছিল মানানসই সোনা এবং চুনির গয়না। ইন্সটাগ্রামে তাদের সাদা কালো ছবিগুলো ভক্তদের নব্বই দশকের স্মৃতিকে নাড়া দিয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, হায়দরাবাদ থেকে ১৫০ কিলোমিটার দূরে ওয়ানাপার্থি শহরের একটি চারশো বছরের পুরনো মন্দিরে সাতপাকে বাঁধা পড়েছেন অদিতি ও সিদ্ধার্থ। তবে ঠিক কবে বিয়ে করেছেন তা তারা প্রকাশ করেননি। আংটিবদল এবং বিয়ে, দুটি অনুষ্ঠানই ছিলো গোপনীয়তার চাদরে ঢাকা। শুধু মাত্র পরিবার ও আত্মীয়-স্বজনের উপস্থিতিতে ছোট করেই তারা বিয়েটা সারেন।
উল্লেখ্য, এটা অদিতি এবং সিদ্ধার্থ দুজনেরই দ্বিতীয় বিয়ে। তাদের জুটিকে পছন্দ করেছেন ভক্ত অনুরাগীরা। এমনকি বিয়ের খবর আকষ্মিক হলেও ভক্তরা খুশি হয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন দুজনের নতুন পথচলায়৷
আপনার মতামত লিখুন :