২০২৫ সালে অনুষ্ঠিতব্য ৯৭তম অস্কারে বিদেশী ভাষার সেরা সিনেমা হিসেবে মনোনয়ন পেল আমির খান প্রযোজিত এবং কিরন রাও পরিচালিত ভিন্ন ধারার ভারতীয় সিনেমা ‘লাপাত্তা লেডিস’। এর আগে ২০০১ সালে আমির খান অভিনীত `লাগান` সিনেমা অস্কারে মনোনয়ন পেলেও জিততে পারেনি পুরস্কার। এবার প্রযোজক আমিরের `লাপাতা লেডিস` কি পারবে অস্কার জিততে পারবে?
ভিন্ন ধরনের কাহিনি, চিত্রনাট্য ও সাবলীল অভিনয়ের জন্য লাপাত্তা লেডিস সিনেমাটি ইতিমধ্যেই দর্শক-সমালোচকদের প্রশংসা পেয়েছে। এমনকি বিভিন্ন মঞ্চে জিতে নিয়েছে সেরা ছবির পুরস্কার এবং পরিচালক হিসেবে কিরন রাও জিতে নিয়েছেন দর্শকদের সমর্থন ও ভালোবাসা।
সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নিতাংশী গোয়েল, প্রতিভা রান্তা, স্পর্শ শ্রীবাস্তব, রবি কিষাণ, ছায়া কদম এবং আরো অনেকে। উল্লেখ্য সিনেমাটি বানানো হয়েছে বাঙালি লেখক বিপ্লব গোস্বামীর একটি পুরস্কারজয়ী গল্প অবলম্বনে। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন স্নেহা দেশাই ও দিব্যাংশী শর্মা। প্রতিযোগিতায় থাকা গোটা ভারতের মোট ২৯টি সিনেমাকে পিছনে ফেলে সেরা সিনেমা হিসেবে মনোনীত হয়েছে `লাপাত্তা লেডিস`। এর মধ্যে বলিউডেরই ছিলো ১৬ টি সিনেমা।
সিনেমাটি অস্কার এর মনোনয়ন পাওয়ায় আমির খান বেশ খুশি, প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং তার পুরো টিমের জন্য তিনি গর্বিত। এবার তিনি আশাবাদী "লাপাত্তা লেডিস" অ্যাকাডেমির সদস্যদের মন জিততে পারবে। তিনি অস্কারে ভারতের প্রতিনিধি ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়াকে ধন্যবাদ জানিয়েছেন এরসাথে তাদের পার্টনার জিও এবং নেটফ্লিক্সকেও ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও তিনি বিশেষভাবে দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন যারা সিনেমাটিকে এত ভালোবেসেছেন এবং সেরা সিনেমার কাতারে নাম লেখাতে সাহায্য করেছেন।
আপনার মতামত লিখুন :