প্রথম শ্রেণিতে ভর্তি বাতিল করা ১৬৯ শিক্ষার্থীর শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থী ভর্তি নিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট আজ বুধবার এ আদেশ দেন। নির্দেশনা বাস্তবায়ন (কমপ্লায়েন্স) বিষয়ে হলফনামা আকারে আদালতে ১৪ মার্চের মধ্যে প্রতিবেদন দিতে শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এক রিট আবেদনের ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দাখিল করা সিদ্ধান্তসংবলিত একটি চিঠি (স্মারক) গত ২৮ ফেব্রুয়ারি আদালতে দাখিল করে রাষ্ট্রপক্ষ। এতে ভিকারুননিসার চারটি শাখায় ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে বিধিবহির্ভূতভাবে ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করে জরুরি ভিত্তিতে মাউশিকে অবহিত করতে বলা হয়। সেদিন শুনানি নিয়ে হাইকোর্ট মাউশির ওই সিদ্ধান্ত (স্মারক) বাস্তবায়ন (কমপ্লায়েন্স) বিষয়ে হলফনামা আকারে ভিকারুননিসার অধ্যক্ষকে ৬ মার্চের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।
এর ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্দেশনার পরিপ্রেক্ষিতে ২০২৪ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে বলে আজ শুনানিতে আদালতকে জানান ভিকারুননিসা অধ্যক্ষের আইনজীবী। আদালতে অধ্যক্ষের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ রাফিউল ইসলাম। রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী শামীম সরদার ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান শুনানিতে ছিলেন। শুনানি নিয়ে আদালত ওই আদেশ দেন।
পরে ভিকারুননিসার অধ্যক্ষের আইনজীবী রাফিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রথম শ্রেণিতে ভর্তি বাতিল করা ১৬৯ শিক্ষার্থীর শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে এক সপ্তাহের মধ্যে শিক্ষার্থীর ভর্তি নিতে নির্দেশ দিয়েছেন আদালত। নির্দেশনা বাস্তবায়ন (কমপ্লায়েন্স) বিষয়ে হলফনামা আকারে ১৪ মার্চের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। একই সঙ্গে প্রথম শ্রেণিতে ভর্তির অপেক্ষমাণ তালিকা ও প্রথম শ্রেণিতে শিক্ষাপ্রতিষ্ঠানের চারটি শাখায় শিক্ষার্থীদের আসনসংখ্যার তথ্যাদিও দাখিল করতে বলা হয়েছে।
আপনার মতামত লিখুন :