বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩১
সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে অবরোধ

প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে শাহবাগ অবরোধ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৫, ০৬:০৪ পিএম

প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে শাহবাগ অবরোধ

আজ সোমবার বেলা ১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করা হয়

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৫৩১ জনের দ্রুত নিয়োগের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করলে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, ‘সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকবৃন্দ তৃতীয় ধাপ (ঢাকা ও চট্টগ্রাম বিভাগ)’-এর ব্যানারে আন্দোলনকারীরা সকাল থেকেই জাতীয় জাদুঘরের সামনে অবস্থান করছিলেন। পরে দুপুর ১টার দিকে তাঁরা শাহবাগ মোড় অবরোধ করেন।

আন্দোলনকারীরা জানান, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি তিনটি ধাপে প্রকাশিত হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে তৃতীয় ধাপ নিয়ে দীর্ঘসূত্রিতা চলছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর ২০২৪ সালের ২৯ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ফলাফল প্রকাশিত হয় ২১ এপ্রিল। ১২ জুন ভাইভা সম্পন্ন হওয়ার পর আইন মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ৩১ অক্টোবর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এতে ৬ হাজার ৫৩১ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হন।

কিন্তু সুপারিশপ্রাপ্তদের মধ্যে ৩১ জন হাইকোর্টে রিট করলে, আদালত ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেন। পরবর্তীতে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট তাঁদের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন।

আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সুপারিশপ্রাপ্ত হয়েও যোগদান করতে না পারায় ৬ হাজার ৫৩১টি পরিবার সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছে। মানসিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছে অনেকে। আমরা আর কতদিন অপেক্ষা করব? আমাদের জীবনের দায়ভার কে নেবে?’

তাঁরা দ্রুত নিয়োগ কার্যকর করার আহ্বান জানান এবং বলেন, ‘এখন আমাদের থাকার কথা নিজ নিজ কর্মস্থলে। অথচ আমরা আজ রাস্তায় দাঁড়িয়ে আছি। আমরা ন্যায্য নিয়োগ চাই এবং অবিলম্বে কাজে যোগদান করতে চাই।’

এদিকে, অবরোধের কারণে শাহবাগ মোড়ে যানজট সৃষ্টি হয়েছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই সংকটের সমাধান না হলে আন্দোলনকারীরা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছেন।

Link copied!

সর্বশেষ :