২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে আজ। দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত লেখক হান কাং এবারের সাহিত্যে নোবেল বিজয়ী। নোবেল কমিটি তাঁর রচনাশৈলীকে বিশেষভাবে প্রশংসা করে বলেন, হান কাং কাব্যিক শক্তির মাধ্যমে মানব জীবনের ভঙ্গুরতা এবং ঐতিহাসিক কষ্টগুলোকে দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন।
৫৩ বছর বয়সী হান কাং সাহিত্যজগতে প্রবেশ করেন দক্ষিণ কোরীয় একটি সাময়িকীতে কবিতা প্রকাশের মধ্য দিয়ে। ১৯৯৫ সালে তাঁর প্রথম ছোটগল্প সংকলন প্রকাশিত হয় যা পাঠকদের মন জয় করে। এরপর তিনি উপন্যাস রচনায় মনোনিবেশ করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে একজন সুপ্রতিষ্ঠিত সাহিত্যিক হিসেবে নিজের স্থান করে নেন।
হান কাংয়ের অন্যতম আলোচিত ও প্রশংসিত রচনা হলো "দ্য ভেজেটারিয়ান"। এই উপন্যাসটি ২০১৬ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার অর্জন করে। বইটিতে একজন তরুণীর কাহিনী বর্ণনা করা হয়েছে, যিনি মানব নিষ্ঠুরতার আতঙ্কে ভুগতে থাকেন এবং বৃক্ষের মতো জীবনযাপনের চেষ্টা করেন।
আরও পড়ুন: রসায়নে নোবেল বিজয়ী তিন মার্কিন বিজ্ঞানী
হান কাংয়ের অনেক বই ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে, যার মধ্যে "দ্য ভেজেটারিয়ান" অন্যতম। তাঁর অনন্য রচনাশৈলী এবং সাহিত্যিক দক্ষতা তাঁকে বিশ্বব্যাপী স্বীকৃতি এনে দিয়েছে। ২০২৪ সালের নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে তার সাহিত্য শৈলী চূড়ান্ত স্বীকৃতি লাভ করেছে।
আপনার মতামত লিখুন :