জাতীয় বিশ্ববিদ্যালয়ের চার বছর মেয়াদি অনার্স কোর্সের সময়সীমা কমিয়ে তিন বছর করার উদ্যোগ নিয়েছে সরকার।
রবিবার আন্তর্জাতিক শিক্ষা দিবস উপলক্ষে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী এম আমিনুল ইসলাম।
এম আমিনুল ইসলাম জানান, চার বছরের অনার্স কোর্সকে তিন বছরে সংক্ষিপ্ত করা হবে। এরপর শিক্ষার্থীদের অতিরিক্ত এক বছর ডিপ্লোমা ও কারিগরি শিক্ষার ওপর প্রশিক্ষণ দেওয়া হবে।অনার্সের জন্য আলাদা সার্টিফিকেট দেওয়া হবে।ডিপ্লোমার জন্য আলাদা সার্টিফিকেট থাকবে, যা কর্মক্ষেত্রে ব্যাপকভাবে গ্রহণযোগ্য হবে। শিক্ষার্থীরা চাকরির বাজারে প্রতিযোগিতামূলক হয়ে উঠবে এবং কর্মসংস্থানে বেগ পেতে হবে না।
এ প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, "একটা অভিনব ও অসাধারণ সিদ্ধান্ত হতে যাচ্ছে। এতে শিক্ষার্থীরা অনার্স পড়ার স্বপ্নও পূরণ করতে পারবে এবং ভালো চাকরির সুযোগও পাবে।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, ইউজিসি সদস্য অধ্যাপক সাইদুর রহমান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কবিরুল ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রাজ্জাক
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সিদ্দিক জোবায়ের।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও চাকরির বাজারে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তবে কবে থেকে এই নতুন শিক্ষাব্যবস্থা কার্যকর হবে, তা এখনো স্পষ্ট নয়।
আপনার মতামত লিখুন :