বাংলাদেশ রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২

এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আজ: ১ লাখ ৩৫ হাজার পরীক্ষার্থীর অংশগ্রহণ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৫, ১২:২৬ পিএম

এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আজ: ১ লাখ ৩৫ হাজার পরীক্ষার্থীর অংশগ্রহণ

এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত আজ। ছবি: ফাইল

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৫ হাজার ২৬১ জন পরীক্ষার্থী অংশ নেন।

দেশের ১৯টি কেন্দ্রের একাধিক ভেন্যুতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীরা সকাল ৮টা থেকে তল্লাশির পর কেন্দ্রে প্রবেশ করেন। চলতি শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি। এতে একটি আসনের জন্য প্রায় ২৫ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পরীক্ষার্থীরা ভালো ফলাফলের প্রত্যাশা করছেন।

ঢাকা রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেন, সরকার মেডিকেল কলেজগুলোর আসন সংখ্যা না বাড়িয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করছে। পাশাপাশি অধিক সংখ্যক শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।

স্বাস্থ্য উপদেষ্টা আরও বলেন, "২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।" সরকারের এমন উদ্যোগে শিক্ষার্থীরা আগামীর জন্য আশাবাদী।
 

Link copied!

সর্বশেষ :