বাংলাদেশ রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত, ক্লাস অনলাইনে

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪, ০২:২৩ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত, ক্লাস অনলাইনে

তীব্র তাপদাহের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলতি সপ্তাহে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ সময় সকল পরীক্ষা স্থগিত থাকবে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আইনুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনায় আগামী শনিবার (২৭ এপ্রিল) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সশরীরে সকল ক্লাস ও০ পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম যথারিতি চালু থাকবে। তীব্র তাপদাহে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে।

Link copied!

সর্বশেষ :