বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে বোয়েসেল: রয়েছে নগদ অর্থ ও পুরস্কার জেতার সুযোগ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ১২:৩৪ পিএম

রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে বোয়েসেল: রয়েছে নগদ অর্থ ও পুরস্কার জেতার সুযোগ

বোয়েসেল রচনা প্রতিযোগিতা। ছবি: সংগৃহীত

জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৪ উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর অধীনস্থ বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) শিক্ষার্থীদের জন্য একটি রচনা প্রতিযোগিতা আয়োজন করেছে। কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতাটি উন্মুক্ত।এখানে অংশগ্রহণকারীরা তাদের দক্ষতার প্রমাণ দিতে পারবেন এবং নগদ অর্থ পুরস্কার, ক্রেস্ট ও সার্টিফিকেট অর্জনের সুযোগ পাবেন।

প্রতিযোগিতার বিভাগ ও বিষয়

রচনা প্রতিযোগিতা দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে।

১. ‘ক’ গ্রুপ: একাদশ-দ্বাদশ শ্রেণি বা সমমান পর্যায়ের শিক্ষার্থীরা।

বিষয়: “দক্ষতা ও অভিবাসন: বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের সম্ভাবনা”

শব্দসীমা: ১,৫০০ শব্দের মধ্যে।

২. ‘খ’ গ্রুপ: অনার্স, মাস্টার্স, বা সমমান পর্যায়ের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

বিষয়: “রেমিট্যান্স: জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির টেকসই চালিকা শক্তি”

শব্দসীমা: ২,০০০ শব্দের মধ্যে।

রচনা জমা দেওয়ার নির্দেশিকা

রচনা জমা দেওয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। যেমন:

১. রচনা এফোর সাইজের সাদা কাগজে হাতে লিখতে হবে। কম্পিউটার কম্পোজ রচনা গ্রহণযোগ্য নয়।

২. প্রতি পৃষ্ঠায় উভয় পাশে আধা ইঞ্চি পরিমাণ মার্জিন রাখতে হবে এবং পৃষ্ঠা নম্বর উল্লেখ করতে হবে।

৩. কভার পেজ-এ নিম্নলিখিত তথ্য লিখতে হবে:

  • রচনার বিষয় ও গ্রুপ
  • প্রতিযোগীর নাম
  • শ্রেণি
  • মুঠোফোন নম্বর

৪. রচনার কোনো অংশে নিজের নাম, ফোন নম্বর বা কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা যাবে না।

৫. রচনা সরাসরি জমা দেওয়া যাবে অথবা স্ক্যান করে ই-মেইলে পাঠানো যাবে।

৬. খামের ওপর উল্লেখ করতে হবে: “জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৪-রচনা প্রতিযোগিতা-গ্রুপ ক/খ”।

জমা দেওয়ার শেষ তারিখ ও ঠিকানা

রচনা জমা দেওয়ার শেষ তারিখ: ৪ ডিসেম্বর ২০২৪, বিকেল ৩টা।

রচনা পাঠানোর ঠিকানা:
ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল),প্র বাসী কল্যাণ ভবন (৫ম তলা),
৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০।
ই-মেইল: info@boesl.gov.bd

পুরস্কার

উভয় গ্রুপে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

  • নগদ অর্থ
  • ক্রেস্ট
  • সার্টিফিকেট
     

প্রতিযোগিতার উদ্দেশ্য ও গুরুত্ব

এই রচনা প্রতিযোগিতার মাধ্যমে প্রবাসীদের অর্থনৈতিক অবদান ও অভিবাসনের সম্ভাবনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা হবে। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তাভাবনা ও দক্ষতা প্রকাশের সুযোগও তৈরি হবে। অভিবাসনের ইতিবাচক দিকগুলো তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ কীভাবে বৈশ্বিক প্রেক্ষাপটে অভিবাসন খাতে আরো এগিয়ে যেতে পারে, তা নির্ধারণ করা প্রতিযোগিতার অন্যতম লক্ষ্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে আপনার জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতাকে এক নতুন মাত্রায় তুলে ধরার সুযোগ হাতছাড়া করবেন না। তাই আজই আপনার রচনা প্রস্তুত করুন এবং সময়মতো জমা দিন!

Link copied!

সর্বশেষ :