বাংলাদেশ রবিবার, ২২ জুন, ২০২৫, ৮ আষাঢ় ১৪৩২

ভুল সেটে পরীক্ষা দিল এসএসসির ৫৭০ শিক্ষার্থী

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৪, ১১:২১ পিএম

ভুল সেটে পরীক্ষা দিল এসএসসির ৫৭০ শিক্ষার্থী

সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের এসএসসি পরীক্ষার্থীদের ভুল সেটে পরীক্ষা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ পরীক্ষায় অসচেতনতামূলত কর্মের ফলে অব্যাহতি দেওয়া হয়েছে কেন্দ্র সচিব ও রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নুর ইসলামকে। নতুন কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সায়েম হোসেন নামক ব্যক্তি।

 

মঙ্গলবার এসএসসিতে বিজ্ঞান বিভাগের রসায়ন প্রশ্নে দেশব্যাপী ৩ নম্বর সেটে পরীক্ষা হলেও রেবতী মোহন কেন্দ্রের পরীক্ষার্থীরা ১ নম্বর সেটে পরীক্ষা দিয়েছে। এতে দুশ্চিন্তায় অসংখ্য পরীক্ষার্থী ও তাদের স্বজনরা। তবে রেজাল্টে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব।

এদিকে ভুল সেটে পরীক্ষা নেওয়া এবং অব্যাহতির বিষয়টি জানতে নুর ইসলামকে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আবু তালেক জানান, শিক্ষার্থী যে যেই প্রশ্নে পরীক্ষার খাতায় লিখছে সে অনুযায়ী নম্বর পাবে। তাদের সমস্যা হবে না।

রেবতী মোহন স্কুল কেন্দ্রের সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি জানান, নূর ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। ওই স্কুলে নতুন সচিব দেওয়া হয়েছে।

জানা গেছে, রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সিদ্ধিরগঞ্জের পাঁচটি স্কুলের ৫৭০ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। পরীক্ষার্থীদের ৩ নম্বর সেটের স্থানে ১ নম্বর সেটের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। এমন ঘটনায় কেন্দ্র সচিবের অসচেতনতাকে দায়ী করেছেন পরীক্ষার্থীর স্বজনরা।

Link copied!

সর্বশেষ :