বাংলাদেশ শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

জাতিসংঘে ইসলামভীতি মোকাবেলার প্রস্তাব পাস; ভোট দেয়নি ভারত

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৪, ১১:৪২ পিএম

জাতিসংঘে ইসলামভীতি মোকাবেলার প্রস্তাব পাস; ভোট দেয়নি ভারত

প্রতীকী ছবি: প্রথম সংবাদ

ইসলামভীতি মোকাবেলা সংক্রান্ত প্রস্তাবটি জাতিসংঘে পাস হয়েছে। তবে প্রস্তাবের ওপর ভোটাভুটিতে অংশ নেয়নি ভারত। ভারতে ২১ কোটির বেশি মুসলমান রয়েছে। 

প্রস্তাবটি সমর্থন করে ভোট দিয়েছে ১১৫টি দেশ। কোনো দেশ বিপক্ষে ভোট না দিলেও ভোটদানে বিরত ছিল ভারত ছাড়াও ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইউক্রেন, যুক্তরাজ্যসহ ৪৪টি দেশ।

১৯৩ সদস্যের সাধারণ পরিষদ গতকাল শুক্রবার ইসলামভীতি মোকাবিলায় পদক্ষেপ শীর্ষক ওই প্রস্তাবের ওপর ভোটাভুটির আয়োজন করে। ১৫ মার্চ ছিল ইসলামভীতি মোকাবিলায় আন্তর্জাতিক দিবস।  

ভোটদানে বিরত থাকার পক্ষে যুক্তি দিয়ে ভারত বলেছে, এ ধরণের প্রস্তাব গ্রহণ করে এমন নজির স্থাপন করা উচিত হবে না, যাতে কোনো নির্দিষ্ট ধর্মের ভীতিকে কেন্দ্র করে অসংখ্য প্রস্তাব তোলা যায় ও বিভিন্ন ধর্মীয় শিবিরে জাতিসংঘের বিভক্ত হয়ে পড়ার শঙ্কার সৃষ্টি হয়। এ রকম ধর্মীয় বিষয়ের ঊর্ধ্বে উঠে নিজের অবস্থান বজায় রাখা জাতিসংঘের জন্য জরুরি। সেটি না হলে তা বিশ্ববাসীকে একটি পরিবার হিসেবে থাকা এবং শান্তি ও সম্প্রীতির ব্যানারে আমাদের একত্র করার পরিবর্তে বিভক্ত করে ফেলতে পারে।

প্রস্তাবে ইসলামভীতি মোকাবিলায় জাতিসংঘের একজন বিশেষ দূত নিয়োগ করতে সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানানো হয়েছে। ভারত নীতিগতভাবে এমন বিশেষ দূত নিয়োগের বিষয়েও বিরোধিতা করেছে।

এর আগে ২০২২ সালে ইসলামভীতি নিয়ে একটি প্রস্তাব পাস করেছিল সাধারণ পরিষদ। সেখানে ইসলামভীতি মোকাবিলায় ১৫ মার্চকে আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। এর তিন বছর আগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে গুলিবর্ষণের ঘটনায় নিহত হন অর্ধশতাধিক মুসল্লি। পাকিস্তানের উদ্যোগে উত্থাপিত এ প্রস্তাবে সহযোগী দেশ হিসেবে ছিল চীন।#

Link copied!

সর্বশেষ :