বাংলাদেশ শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

চাঁদ দেখা গেল দুই দেশে,রোজা শুরু ১২ মার্চ

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ০৬:২৯ পিএম

চাঁদ দেখা গেল দুই দেশে,রোজা শুরু ১২ মার্চ

চাঁদ। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই দেশ দুটিতে রোজা শুরু হচ্ছে মঙ্গলবার (১২ মার্চ)।রোববার (১০ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।ইমামদের ফেডারেল কাউন্সিল, ফতোয়া ও শরীয়াহ বিভাগের সঙ্গে সমন্বয় করে অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি জানিয়েছেন, সোমবার (১১ মার্চ) শাবান মাস শেষ হবে আর মঙ্গলবার শুরু হবে রোজা।

রোববার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে পবিত্র রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশটির রয়্যাল কোর্ট সাধারণ মানুষকে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। এছাড়া আরব আমিরাতও তাদের জনগণকে একই আহ্বান জানিয়েছে।

Link copied!

সর্বশেষ :