বাংলাদেশ শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হলে মারা যাবেন জুলিয়ান অ্যাসাঞ্জ

দৈনিক প্রথম সংবাদ

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ১১:১৭ পিএম

যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হলে মারা যাবেন জুলিয়ান অ্যাসাঞ্জ

জুলিয়ান অ্যাসাঞ্জ

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করা হলে তিনি মারা যাবেন বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন তার স্ত্রী।

৫২ বছর বয়সী অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এবং ২০১৯ সালের এপ্রিল থেকে দক্ষিণ-পূর্ব লন্ডনের কঠোর নিরাপত্তাবেষ্টিত বেলমার্শ কারাগারে আটক রয়েছেন।

এক সংবাদ সম্মেলনে স্টেলা অ্যাসাঞ্জ বলেন, আপিলে হেরে গেলে তার স্বামী ‘কয়েক দিনের মধ্যেই’ যুক্তরাষ্ট্রগামী বিমানে উঠতে পারেন। পরিস্থিতি ‘অত্যন্ত গুরুতর’ হওয়ায় তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের অবনতি ঘটছে বলে জানান তিনি। প্রত্যর্পণ করা হলে তিনি মারা যাবেন বলেও জানান তিনি।
সুইডেনে প্রত্যর্পণ এড়াতে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে সাত বছর লুকিয়ে থাকার পর জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতার করা হয়। ইরাক ও আফগানিস্তান যুদ্ধের মার্কিন সামরিক গোপন তথ্য ফাঁস করায় অস্ট্রেলীয় প্রকাশককে বিচারের মুখোমুখি করতে চায় মার্কিন কর্তৃপক্ষ।

Link copied!

সর্বশেষ :