বাংলাদেশ শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় আরও ৭২ জন নিহত

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৯:১৫ এএম

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় আরও ৭২ জন নিহত

লেবাননে ইসরাইলের বিমান হামলা। ছবি: সংগৃহীত

 

ইসরাইল লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে। মধ্যপ্রাচ্যের এই দেশ জুড়ে সর্বশেষ হামলায় আরও ৭২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৪০০ জন।

এতে সাম্প্রতিক দিনগুলিতে লেবাননে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা দাড়ালো ৬২০ জন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আল জাজিরা এই প্রতিবেদন প্রকাশ করেছে।

বুধবার লেবাননে ইসরায়েলি হামলায় আরও ৭২ জন নিহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। তাদের মধ্যে, ইসরায়েলি বিমান হামলায় রাজধানী বৈরুতের উত্তর ও দক্ষিণের তিনটি শহরে ২২ জন, দক্ষিণ লেবাননে ৩৮ জন এবং পূর্ব বেকা অঞ্চলে ১২ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় লেবাননের সীমান্তে অবস্থানরত সৈন্যদের হিজবুল্লাহর উপর "সম্ভাব্য" স্থল হামলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের সামরিক প্রধান হার্জি হালেভি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি “বিপর্যয়কর মাত্রায়”। এদিকে, তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে ইসরাইল সংঘাত বাড়ালে ইরান “প্রয়োজনে যেকোনো উপায়ে” লেবাননকে সমর্থন করবে।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইলি বোমা হামলায় লেবাননে প্রায় পাঁচ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ২১ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে  কাজ করছেন।

Link copied!

সর্বশেষ :