বান্দরবানে মারমা জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব মাহা সাংগ্রাইং পোয়ে শুরু হয়েছে। এবার উৎসবের স্লোগান ‘প্রতিটি ফোঁটা-ই হোক শান্তির দূত, পৃথিবী হোক শান্তিময় জলধারা’। এ উৎসব আজ ১৩ এপ্রিল শুরু হয়ে চলবে ১৬ এপ্রিল পর্যন্ত। আজ সকালে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এই মঙ্গল শোভাযাত্রায় ১১টি পাহাড়ি সম্প্রদায়ের নানা বয়সের মানুষ অংশ নেন। মৈত্রী পানি বর্ষণ এবং নানা খেলাধুলার মাধ্যমে এই মাহা সাংগ্রাইং পোয়ে উৎসবের শেষ হবে।
আপনার মতামত লিখুন :