বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

কোথায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ডানা!

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ০৮:৪২ পিএম

কোথায় আঘাত হানবে ঘূর্ণিঝড় ডানা!

ছবি: সংগৃহীত

সম্প্রতি বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে, যা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে পরিনত হলে এর নাম হবে ‘ডানা’। তবে ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানবে কি না তা এখনো নিশ্চিত নয়।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গ বা ওড়িশার দিকে এটি আঘাত হানার সম্ভাবনা বেশি। তবে বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনাও পুরোপুরি নাকচ করা যাচ্ছে না।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ৭২ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, প্রথম ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক এবং আংশিক মেঘলা থাকবে। এই সময়েও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

শেষ ২৪ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টির সম্ভাবনা নেই। সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

তথ্যসূত্র: কালবেলা

Link copied!

সর্বশেষ :