দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ যখন তাপপ্রবাহে চরম দুর্ভোগ পোহাচ্ছেন, তখন দেশের উত্তরপূর্বাঞ্চলের মানুষ রয়েছেন বেশ নাতিশীতষ্ণ অবস্থায়।শুক্রবার (২৬ এপ্রিল) রাতে অঝোর ধারায় বৃষ্টিতে ভিজেছে পূণ্য নগরী সিলেট ও তার আশপাশের অঞ্চল। এ ধারাবাহিকতায় শনিবার (২৭ এপ্রিল) রাতেও স্বস্তির বৃষ্টিতে ভিজেছে সিলেট অঞ্চলের বাসিন্দারা।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, রাত সাড়ে ৮টা থেকে বৃষ্টি শুরু হয়। সিলেটসহ আশপাশের অঞ্চলে বজ্রসহ বৃষ্টি এবং শিলা ঝরারও শঙ্কা রয়েছে। সামনের দিনে ঝড়বৃষ্টি বাড়ার পাশাপাশি তাপমাপত্রা আরও কমতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।
এর আগে শুক্রবার রাতেও ঝুম বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৮৪.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আপনার মতামত লিখুন :