পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মানুষ ঘরে ফিরেছে। ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে স্বাভাবিক সময়ের তুলনায় যানজট বেড়েছে। তবে শুক্রবার সন্ধ্যা সাতটা পর্যন্ত মহাসড়কের কোথাও কোনো যানজট দেখা যায়নি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। যানজট এড়াতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের অ্যাপ্রোচ রোড গতকাল দুপুর ১২টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ওয়ানওয়ে করা হয়েছে। যাতে ঢাকা থেকে আসা যানবাহনগুলো দ্রুত চার লেনের রাস্তা দিয়ে কালিহাতী উপজেলা থেকে এলেঙ্গায় পৌঁছাতে পারে।
এলেঙ্গা সেতুর পূর্ব প্রান্তে 14 কিলোমিটার সংযোগ সড়কের প্রায় 8 কিলোমিটার এখনও একটি দ্বৈত গাড়ি চলাচলের পথ। যানবাহনে চাপ বাড়লে যানজটের আশঙ্কা থাকে। এ কারণে গতকাল রাতে সড়কে যান চলাচল বেড়ে যাওয়ায় এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত শুধুমাত্র উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। অন্যদিকে, সেতু পার হওয়ার পর উত্তরবঙ্গ থেকে আসা যানবাহনগুলোকে বিকল্প সড়ক দিয়ে বুয়াপুর হয়ে এলেঙ্গায় পাঠানো হবে।
ট্রাফিক পুলিশ জানায়, যানজট বাড়লে আজ রাত ১১টা থেকে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সড়কটি আবার ওয়ানওয়ে হয়ে যাবে। এই রাস্তায় শুধুমাত্র উত্তরবঙ্গগামী যানবাহন চলাচল করবে।
বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা সূত্র জানায়, বুধবার দুপুর ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে ২৪ হাজার ১৮টি যানবাহন বঙ্গবন্ধু সেতু অতিক্রম করে। স্বাভাবিক কাজের সময়, 15,000 থেকে 18,000 যানবাহন এটির মধ্য দিয়ে যায়।
দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে করটিয়া টাঙ্গাইল সদর উপজেলা পর্যন্ত কোথাও যানজট ছিল না। যাইহোক, আপনি লক্ষ্য করতে পারেন যে যানবাহনগুলি স্বাভাবিকের চেয়ে বেশি চলছে। সন্ধ্যায় টাঙ্গাইল বাইপাসের নগর জলফাই মোড়ে কথা হয় সবুর মিয়া নামের এক মিনিবাস চালকের সঙ্গে, যিনি রংপুরে যাচ্ছিলেন। সবুর মিয়া জানান, ঢাকা ছাড়ার পর বেইলপাইল সাভার ও চন্দ্রা গাজীপুর সড়কে যানজট ছিল। কিন্তু বেশিক্ষণ থাকতে হলো না। টাঙ্গাইল যেতে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় লেগেছে।
টাঙ্গাইলের ট্রাফিক কমিশনার রফিকুল ইসলাম সরকার প্রথম আলোকে বলেন, যানজট বাড়লেও এখন পর্যন্ত কোথাও যানজট হয়নি। ঈদুল আযহার আগে মানুষ যাতে নিরাপদে বাড়ি ফিরতে পারে সেজন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :