বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

ইফতার আয়োজনে অনন্য দৃষ্টান্ত ফরিদপুর পুলিশের

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৩, ২০২৪, ০৯:৪৪ পিএম

ইফতার আয়োজনে অনন্য দৃষ্টান্ত ফরিদপুর পুলিশের

জীবনে প্রথমবারের মতো চেয়ার টেবিলে বসে ইফতার করলেন নাজমা বেগম। শুধুমাত্র নাজমা বেগমই নয়, ঝুমকি খাতুন, রাহেলা বেগমসহ ৬ শতাধিক অসহায় দরিদ্র মানুষ ইফতার করলেন চেয়ার টেবিলে বসে। প্রথমবারের মতো এভাবে ইফতার করতে পেরে খুশি তারা।

ছয় শতাধিক ভিক্ষুক, প্রতিবন্ধী, এতিম, দিনমজুর দরিদ্র অসহায় মানুষের জন্য এ ব্যতিক্রমী ইফতার আয়োজন করে ফরিদপুর পুলিশ।  

শনিবার (২৩ মার্চ) বিকেল থেকেই বিভিন্ন স্থান থেকে পুলিশ লাইন্সে আসতে শুরু করে তারা। ইফতারের আগেই পুলিশ লাইন্সের হলরুম লোকে লোকারণ্য হয়ে যায়। জেলার বিভিন্ন স্থান থেকে আসা ছয় শতাধিক দরিদ্র অসহায় মানুষ অংশ নেন ইফতারে। ভিক্ষুক, এতিম, রিকশাচালক, প্রতিবন্ধী, দিনমজুর দরিদ্র অসহায় মানুষ ইফতারে অংশ নিয়ে খুবই খুশি। তাদের সঙ্গে বসে ইফতারে অংশ নেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার ও পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম।
ইফতারে খাবার ছিল সরবত, ছোলা, মুড়ি, বেগুনি, আলুর চপ, খেজুর, আপেল, কলা, জিলাপি, মাঠা ও গরুর মাংসের তেহারি। সঙ্গে ছিল পানির বোতল। ইফতারে এধরনের খাবার খেতে পেরে খুশি তারা।


 

Link copied!

সর্বশেষ :