সিলেটের জৈন্তাপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মার্চ) রাত ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এ ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম।
নিহতরা হলেন উপজেলার মোকামবাড়ী এলাকার আলাউদ্দিনের ছেলে শিহাব (২২) ও জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা (১৯)।আহতরা হলেন মোকামবাড়ী এলাকার আব্দুল হান্নানের ছেলে পাবেল (১৯), মোকামপুঞ্জি এলাকার খট খাঁশিয়ার ছেলে আর্মি খাশিয়া (১৭)। অপর দুজনের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টার দিকে এক পিকআপ ভ্যান বেপরোয়া গতিতে নলজুরী যাচ্ছিল। পথে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে ভ্যানটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শিহাব প্রাণ হারান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সাল রেজাকে মৃত ঘোষণা করেন।ওসি মোহাম্মদ তাজুল ইসলাম জানান, পিকআপ ভ্যানটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলে একজন মারা যান ও অপর একজন হাসপাতালে মারা যান। মোট আহত হয়েছেন চারজন। এর মধ্যে দুইজন সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত লিখুন :