বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩১

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএফ-এর দুই সন্ত্রাসী আটক

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৫, ১০:০৭ পিএম

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএফ-এর দুই সন্ত্রাসী আটক

ভান মুন লম বম এবং ফিলিপ খিয়াং

বান্দরবানে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে কেএনএফ-এর (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট) দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) ভোরে রুমা উপজেলার কেপলংপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পরিচালক রাশেদুল আলম খান।

অভিযানের বিবরণ

আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর একটি অপারেশন দল কেপলংপাড়া এলাকায় কেএনএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা করলে তারা পালানোর চেষ্টা করে। অভিযান শেষে ভান মুন লম বম (৪২) এবং ফিলিপ খিয়াং (৩৬) নামে দুজন সন্ত্রাসীকে আটক করা হয়।

সন্ত্রাসীদের কার্যক্রম

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক সন্ত্রাসীরা পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগণের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি বিভিন্ন সময় আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও সশস্ত্র কার্যকলাপে জড়িত ছিল।

নিরাপত্তা নিশ্চিতকল্পে অভিযান

উল্লেখ্য, পার্বত্য এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরে কেএনএফ-এর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

Link copied!

সর্বশেষ :