বাংলাদেশ রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১

চোরাই মোবাইল ফোনের ছবি-ভিডিও দিয়ে মানুষকে জিম্মি করে চক্র: সিআইডি

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ৭, ২০২৪, ০৭:০৯ পিএম

চোরাই মোবাইল ফোনের ছবি-ভিডিও দিয়ে মানুষকে জিম্মি করে চক্র: সিআইডি

প্রতীকী ছবি: প্রথম সংবাদ

ঢাকাসহ সারা দেশে চুরি হওয়া মোবাইল ফোনগুলো কয়েকটি হাত বদল হয়। একপর্যায়ে ওই সব মোবাইল ফোনে থাকা গোপন কনটেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রকৃত মালিকদের জিম্মি করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া সাংবাদিকদের এ তথ্য জানান। 

গত তিন মাসে ঢাকাসহ সারা দেশে হারানো ১১২টি মোবাইল উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

সিআইডি প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেন, ‘গত ৩ মাসে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) শাখার ফেসবুক পেজে অভিযোগ দাখিলের পর তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ১১২টি হারানো মোবাইল ফোন দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয়। এভাবে গত দেড় বছরে ৫০০ এর অধিক হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।’

Link copied!

সর্বশেষ :