সুনামগঞ্জের শান্তিগঞ্জে বরযাত্রী বহনকারী বাস উল্টে রাহুল (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। সোমবার (৪ মার্চ) রাত ৮টার দিকে শান্তিগঞ্জের গাগলী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
শান্তিগঞ্জ ফায়ার স্টেশনের কর্তব্যরত ফায়ার ফাইটার রাকিব হাসান বলেন, হবিগঞ্জ থেকে বরযাত্রার একটি গাড়ি সুনামগঞ্জের দিরাই যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে গাড়ির ভেতর থেকে একজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে গাড়ির চালক এ এলাকায় নতুন হওয়ায় রাস্তা সম্পর্কে অবগত ছিলেন না। তাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি।
আপনার মতামত লিখুন :