রমজান মাসকে সামনে রেখে ভর্তুকি মূল্যে বিক্রি করা চিনির দাম কেজিতে ৩০ টাকা বাড়িয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ফলে এখন থেকে টিসিবির মাধ্যমে এক কেজি চিনি বিক্রি হবে ১০০ টাকায়। বুধবার (৬ মার্চ) টিসিবির ঢাকা আঞ্চলিক কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে টিসিবির পণ্য (ভোজ্য তেল-ডাল-চাল-চিনি) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে। রমজান উপলক্ষে দ্বিতীয় পর্বের বিক্রয় কার্যক্রম ৭ মার্চ থেকে সারাদেশে শুরু হবে।
এই বিক্রয় কার্যক্রমে ভোজ্য তেল, মসুর ডাল, খেজুর ও চালও ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। ভোজ্য তেল লিটার প্রতি ১০০ টাকা, মসুর ডাল প্রতি কেজি ৬০ টাকা, খেজুর দেড়শ টাকা এবং চাল ৩০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
আপনার মতামত লিখুন :