বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩১

এমসি কলেজে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিবিরের বিরুদ্ধে

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০৯:৩৯ পিএম

এমসি কলেজে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ শিবিরের বিরুদ্ধে

">

সিলেটের এমসি কলেজে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে শিবির কর্মীদের বিরুদ্ধে। অভিযোগকারী অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ। তিনি তালামীযে ইসলামিয়ার সক্রিয় কর্মী। ফেসবুকে গণঅভ্যুত্থান পরবর্তী হতাশাব্যঞ্জক মন্তব্য করায় বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতভর তাকে মারধর করা হয়।

রিয়াদ জানান, হামলাকারীদের তিনি চিনতেন। হামলার সঙ্গে জড়িতদের মধ্যে ঈসমাইল, সাদমান, রিয়াদ ও আদনানের নাম উল্লেখ করেন তিনি। তাদের রড দিয়ে পা থেকে মাথা পর্যন্ত পেটানোর অভিযোগ করেন রিয়াদ।

তালামীযে ইসলামিয়া এমসি কলেজ শাখার সভাপতি আলবাব হোসেন জানান, শিবির ক্যাম্পাসে ভিন্নমতের সংগঠনকে সহ্য করতে চাচ্ছে না। ফেসবুকে একটি তুচ্ছ মন্তব্যের কারণে সংগঠনটির সদস্যরা বেপরোয়া আচরণ করেছে বলে অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, শিবিরের এমসি কলেজ শাখার সভাপতি ইসমাইল খান দাবি করেন, তাদের সংগঠন এ ঘটনায় জড়িত নয়। তিনি তৃতীয় পক্ষকে দিয়ে ষড়যন্ত্র চালানোর অভিযোগ তোলেন।

এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম রিয়াজ বলেন, এ ঘটনার তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে। তিনি শিক্ষার্থীদের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

এদিকে, ছাত্রদল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ক্যাম্পাসে "রগকাটার রাজনীতি" ফেরার আশঙ্কা প্রকাশ করেছে। ঘটনাটি ক্যাম্পাসে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

আপনার মতামত লিখুন :

Link copied!

সর্বশেষ :