বাংলাদেশ সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

প্রেমিককে মেনে না নেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৪, ১০:০০ পিএম

প্রেমিককে মেনে না নেয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

পটুয়াখালীর বাউফলে প্রেমিকের সঙ্গে সম্পর্ক মেনে না নেয়ায় বিষপানে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার (২০ এপ্রিল) উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ গ্রামে এ ঘটনা ঘটেছে।আত্মহত্যা করা ওই ছাত্রীর নাম মৌসুমি আক্তার (১৭)। তিনি কনকদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ জানায়, প্রেমিকের সঙ্গে সম্পর্কের বিষয়টি মেনে না নেয়ায় পরিবারের ওপর অভিমান করে ওই ছাত্রী আত্মহত্যা করেছে। মৃত্যুর আগে একটি চিরকুট লিখে গেছেন মৌসুমি। এবিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনীত কুমার গায়েন বলেন, ‘ভিকটিমের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Link copied!

সর্বশেষ :