বাংলাদেশ সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

বগুড়ায় স্কুলশিক্ষার্থীকে ইভটিজিং: ২ জনের জেল ও জরিমানা

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১০:০৬ পিএম

বগুড়ায় স্কুলশিক্ষার্থীকে ইভটিজিং: ২ জনের জেল ও জরিমানা

বগুড়ার শাজাহানপুরে স্কুলশিক্ষার্থীকে ইভটিজিং করার সময় হাতেনাতে আটক হওয়া দুই ব্যক্তিকে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার উপজেলার মাদলা মালিপাড়া রামচন্দ্রপুর হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম অভিযুক্তদের সাজা প্রদান করেন।

সাজাপ্রাপ্তরা হলেন মাদলা ইউনিয়নের পেরিরহাট এলাকার চকমোমিন গ্রামের মো. শাকিল আহম্মেদ এবং একই এলাকার নাজমুল হক শিশির। শাকিল আহম্মেদকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। শাকিল জরিমানা পরিশোধ করায় অতিরিক্ত কারাদণ্ড থেকে রেহাই পান।

অন্যদিকে, নাজমুল হক শিশিরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও দুই দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। শিশিরও জরিমানা পরিশোধ করায় অতিরিক্ত সাজা থেকে অব্যাহতি পান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার সময় অভিযুক্তদের হাতেনাতে আটক করা হয়। আদালতের কাছে অপরাধ স্বীকার করে তাঁরা ক্ষমা চান। পরে দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ নম্বর ধারায় তাঁদের শাস্তি দেওয়া হয়।

Link copied!

সর্বশেষ :