বাংলাদেশ রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩১

ফরিদপুরে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু হয়েছে

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪, ১২:৩৪ পিএম

ফরিদপুরে কম দামে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু হয়েছে

জেলা প্রশাসনের উদ্যোগে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি

ফরিদপুর জেলা প্রাণিসম্পদ বিভাগ ও জেলা প্রশাসনের উদ্যোগে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সকাল ১১টার দিকে নগরীর ব্রাহ্ম সমাজ রোডে ‘মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, সাশ্রয়ী মূল্যে পোষা প্রাণীর খাবারের সংগ্রহ’ প্রতিপাদ্যের আওতায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) ইয়াছিন কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস, ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন ফরিদপুরের সভাপতি মীর কাসেম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ডাঃ. সঞ্জীব কুমার বিশ্বাস জানান, ক্রেতারা প্রতি কেজি গরুর মাংস ৬০০ টাকা, দুধ প্রতি কেজি ৬০ টাকা এবং ১১টি ডিম ১০০ টাকায় কিনতে পারবেন। ঈদুল আজহার আগের দিন পর্যন্ত এসব কার্যক্রম চলবে। কামরুল আহসান তালুকদার বলেন, এই চুক্তির মাধ্যমে এলাকার দরিদ্র মানুষ পুষ্টিকর খাবার সংগ্রহ করতে পারবে। বাজারের চেয়ে কম দামে দুধ, ডিম ও মাংস কিনতে পারবেন ক্রেতারা।

 


 

Link copied!

সর্বশেষ :