সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে দুর্নীতি র মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত।
বুধবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। এর আগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানোর বিষয়ে শুনানির জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।
দুদকের পক্ষে কমিশনের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া গ্রেফতার দেখানোর আবেদন করেন।
গত বছর ১৯ ডিসেম্বর সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে ২৫ কোটি ৩৪ লাখ ৬৬ হাজার ২৬৮ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণভাবে অর্জনপূর্বক ভোগদখলে রেখেছেন এই অভিযোগে মামলা দায়ের করে দুদক। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা কয়েকটি মামলার আসামি হিসেবে কারাগারে আছেন।
আবেদনে বলা হয়, যেহেতু সুনির্দিষ্ট অভিযোগে দুর্নীতির মামলা হয়েছে সে কারণে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন। আদালত সাধন চন্দ্রের উপস্থিতিতে শুনানির জন্য ২৯ জানুয়ারি দিন ধার্য করেন।
গত বছর ৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। এরপর তাকে কয়েকটি মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডেও নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।
আপনার মতামত লিখুন :