আজ টাঙ্গাইল শহরের ঘাতক ট্রাকের ধাক্কায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।নিহত ইউনুস আলী (৪০) দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোনাখালী পুলিশ ফাঁড়ির কনস্টেবল, আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানিয়েছেন।
গড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল জানান, ইউনুস টাঙ্গাইল শহরের ছৈ আনি বাজারের বাসা থেকে কর্মস্থলে যাচ্ছিলেন। দুপুর ২টার দিকে বাসাইল উপজেলার গিল্লা এলাকায় পৌঁছালে একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ওসি জানান।
ওসি মোল্লা টুটুল দৈনিক প্রথম সংবাদকে বলেন, দুর্ঘটনার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :