রাজশাহীর বাঘা উপজেলায় একটি প্লাস্টিক ক্রেটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক ওহিদুল ইসলাম জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার বাজুবাগ ইউনিয়নের টেপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি; তবে গুদামের বেশির ভাগ মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ওহিদুল ইসলাম জানান, বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। আগুনের খবর পাওয়ার পর। তীব্র আগুনে পুরো এলাকা ধোঁয়ায় ভরে যায়। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :