চাঁদপুরের ফরিদগঞ্জে সিলিং ফ্যানে একসঙ্গে মা ও দুই সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার চরমদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পূর্ব লাড়ুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই এলাকার দুবাই প্রবাসী আরিফ হোসেন রাঢ়ির স্ত্রী সীমা (২৬) ও তার দুই মেয়ে আরিফা (৪) এবং আরিয়া (২)।
প্রাথমিকভাবে জানা গেছে, আরিফ হোসেন রাঢ়ি মাত্র একমাস আগে মধ্যপ্রাচ্যের দুবাই থেকে দেশে ফেরেন। ওই স্বামী ও স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না। এই কারণে স্ত্রী সীমা আক্তার সন্তানদের নিয়ে আত্মহত্যার পথ বেছে নেন। তবে ঘটনার সময় স্বামী আরিফ রাঢ়ি বাড়ির বাইরে ছিলেন।
আরও পড়ুন: স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড
এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।
তিনি জানান, এমন একটা ঘটনা ঘটেছে; তা শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
তবে ধারণা করা হচ্ছে, দুই সন্তানকে নিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ।
আপনার মতামত লিখুন :