বাংলাদেশ শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৪, ০৮:৩৪ এএম

দেশের বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত

ভূমিকম্প। ছবি: সংগৃহীত

গত বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশের বিভিন্ন এলাকায় একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকার দক্ষিণে শরীয়তপুর জেলার জাজিরা এলাকা, যা ঢাকা থেকে ৪৮ কিলোমিটার দূরে অবস্থিত।

ভূমিকম্পের সময় ও স্থান

ভূমিকম্পটি বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৪৩ মিনিট ২৫ সেকেন্ডে অনুভূত হয়। শরীয়তপুরসহ আশপাশের বেশ কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়, তবে এর তীব্রতা কম থাকায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের বিবৃতি

আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, এই ভূমিকম্পে শরীয়তপুরসহ ঢাকার আশেপাশের এলাকাগুলোতে হালকা কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা বিপর্যয়ের সংবাদ পাওয়া যায়নি।

 

 

Link copied!

সর্বশেষ :