বাংলাদেশ বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১

লেবুর দেশেই লেবুর এত দাম?

দৈনিক প্রথম সংবাদ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৪, ০৭:৩৭ পিএম

লেবুর দেশেই লেবুর এত দাম?

রমজান মাসে লেবুর চাহিদা বেড়ে যাওয়ায় সিলেটের বাজারে বেড়েছে লেবুর দাম। আজ বিকেলে নগরের বন্দরবাজার এলাকায়

লেবু জাতীয় ফসলের উৎপাদন বেশি হওয়ার কারণে সিলেটকে বলা হয় ‘লেবুর দেশ’। তবে উৎপাদন বেশি হলেও পবিত্র রমজান মাস সামনে রেখে এখন লেবুর দাম বহুগুণ বেড়েছে। নগরের একেক হাটে প্রতি হালি লেবু একেক দামে বিক্রি হচ্ছে। ক্রেতাদের অভিযোগ, কোনো নজরদারি না থাকাতেই লেবুর দাম বেশি হাঁকছেন ব্যবসায়ীরা।
 

ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, খুচরা বাজারে আকারভেদে প্রতি হালি লেবুর দাম পড়ছে ৩০ থেকে ১৪০ টাকা। অথচ একই লেবু গত সপ্তাহে বিক্রি হয়েছে ১৫ থেকে ৭০ টাকায়। মূলত রোজা শুরু হতেই রোজদারদের অতি প্রয়োজনীয় এ পণ্যের দাম অন্যান্য বছরের মতো এবারও বাড়ল। তবে মৌসুম না থাকার কারণে লেবুর সরবরাহ কম হওয়াও দাম বাড়ার অন্যতম কারণ বলে ব্যবসায়ীরা বলছেন।

সরেজমিনে দেখা গেছে, নগরের টুকেরবাজার এলাকায় ছোট আকারের প্রতি হালি লেবু ৪০ টাকা, মাঝারি আকারের ৬০ থেকে ৭০ টাকা এবং বড় আকারের ১২০ টাকায় বিক্রি হচ্ছে। প্রায় ৪ কিলোমিটারের ব্যবধানে মদিনা মার্কেট এলাকায় ছোট আকারের ৫০ টাকা, মাঝারি আকারের ৮০ টাকা এবং বড় আকারের প্রতি হালি লেবু ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে আরও বেশি দামের বড় লেবুও বাজারে আছে।

নগরের রিকাবিবাজার এলাকায় ছোট লেবু প্রতি হালি ৩০ টাকায়, মাঝারি লেবু ৭০ থেকে ৮০ টাকায় এবং বড় লেবু প্রতি হালি ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। নগরের বন্দরবাজার ও ব্রহ্মময়ী বাজারে প্রতি হালি ছোট লেবু ৪০ টাকা, মাঝারি লেবু ৬০ টাকা এবং বড় লেবু ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

Link copied!

সর্বশেষ :