দেশের সকল মসজিদ কর্তৃপক্ষকে রমজান মাসে ‘খতমে তারাবিহ’ একই পদ্ধতিতে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (আইএফ)।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রমজান মাসে দেশের প্রায় সব মসজিদেই তারাবিহ নামাজে কুরআন শরীফের একটি নির্দিষ্ট অংশ তেলাওয়াত করা হয়। তবে কিছু মসজিদ কর্তৃপক্ষ এই নিয়ম অনুসরণ করেন না। এর ফলে মুসল্লিরা যখন ভিন্ন ভিন্ন এলাকায় ভ্রমণ করেন, তখন কুরআন তেলাওয়াতে ধারাবাহিকতা রক্ষা করতে সমস্যায় পড়েন।
এই সমস্যা সমাধানে আইএফ রমজানের প্রথম ছয় দিনের মধ্যে কুরআনের প্রথম নয় পারা (প্রতিদিন দেড় পারা করে) তেলাওয়াত করার এবং শবে কদর পর্যন্ত কুরআন খতমের লক্ষ্যে সপ্তম রমজান থেকে একুশ পারা (প্রতিদিন এক পারা করে) সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে মুসল্লি, খতিব, মসজিদ কমিটি, ইমাম এবং সংশ্লিষ্ট অন্যান্যদের রমজান মাসে এ পদ্ধতিতে কুরআন তেলাওয়াতের অনুসরণ করার অনুরোধ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :