বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে যৌথ অভিযান চালিয়ে ৩৫ মণ জাটকা জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আড়িয়াল খাঁ নদের কমিশনার চর ও কামারচর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
বাবুগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, অভিযানে জব্দকৃত ৩৫ মণ জাটকা ১৩টি এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এ সময় একটি ট্রলার, লোহার অ্যাংকর ও ড্রাম উদ্ধার এবং
প্রায় ৭ লাখ টাকা মূল্যের একটি পাই জাল জব্দ করা হয়। পাই জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। ট্রলার, লোহার অ্যাংকর ও ড্রাম নিলামে বিক্রি করে ৫৪ হাজার ৩০০ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :