জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়ায় আরেক ছাত্রীর সিট বাতিল করেছে হল প্রশাসন। হল ছাড়ার বিষয়ে তাঁকে রোববার দাপ্তরিক চিঠি দেবে প্রশাসন।
গত বৃহস্পতিবার প্রথম আলো অনলাইনে এ ঘটনায় ‘আবাসিক হলে ছাত্রীকে নির্যাতনের অভিযোগ আরেক ছাত্রীর বিরুদ্ধে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
পরদিন শুক্রবার হল প্রভোস্ট অধ্যাপক দীপিকা রানী প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সত্যতা পাওয়ায় হলের শৃঙ্খলা কমিটি অভিযুক্ত শিক্ষার্থীর হলের সিট বাতিলের সিদ্ধান্ত নেয়। রোববার তাঁকে অফিসিয়ালি চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে।’
গত মঙ্গলবার সকালে সমাজবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ইতি খাতুনকে হলের রান্নাঘরে সংগীত বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী তাসমিম সানজানা মারধর করেছেন জানিয়ে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী।
আপনার মতামত লিখুন :